Saturday, September 8, 2018

এই ১০টি ওষুধ সবসময় আপনার বাসায় রাখবেন;

Image may contain: one or more people and text


এই ১০টি ওষুধ সবসময় আপনার বাসায় রাখবেন;

১. প্যারাসিটামল (Paracetamol)
২. ট্রামাডল (Tramadol)
৩. টাইমনিয়াম মিথাইলসালফেট (Tiemonium Methylsulfate)
৪. এসোমিপ্রাযল/ ওমিপ্রাযল (Esomeprazole/omeprazole)
৫. অ্যালুমিনিয়াম হাইডঅক্সাইড (Aluminium hydroxide suspension)
৬. ওরস্যালাইন (Oral Rehydration Saline)
৭. ফেক্সোফেনাডিন/রুপাটাডিন (Fexofenadine/ Rupatadine)
৮. সিলভার সালফাডায়াযিন অয়ন্টমেন্ট (Silver sulfadiazine ointment)
৯. পোভিডন-আয়োডিন মলম (Povidone-iodine ointment)
১০. অ্যাসপিরিন (Aspirin)
★★ প্যারাসিটামল (Paracetamol)
জ্বরের জন্য প্রথমে একটি প্যারাসিটামল খেতে পারেন। জ্বর বাড়লে (<১০৩F) বা ৩ দিনের বেশি জ্বর থাকলে ডাক্তার দেখান। তবে পেটে ব্যাথা, চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া বা জন্ডিসের অন্য কোন উপসর্গ দেখলে প্যারাসিটামল খাওয়া থেকে বিরত থাকুন।
★★ ট্রামাডল (Tramadol)
কোন প্রকার ঝুঁকি ছাড়াই ট্রামাডল পেইনকিলার হিসেবে নেয়া যায়; এমনকি অ্যাসমা রোগীরাও এটি নিতে পারবেন।
★★ টাইমোনিয়াম সালফেট (Tiemonium sulphate)
যেকোন প্রকার পেটে ব্যাথার ক্ষেত্রে বিশেষ করে পিরিয়ডের প্রথম কয়েক দিনের ব্যাথার জন্য এটি অত্যন্ত কার্যকর একটি ওষুধ।
★★ এসোমিপ্রাযল/ওমিপ্রাযল (Esomeprazole/Omeprazole)
অধিকাংশ মানুষই কোন না কোন সময় বুক জ্বলা বা গ্যাসের সমস্যায় ভুগতে হয়; বিশেষ করে ভরপেট খাওয়ার পর। এসোমিপ্রাযল/ ওমিপ্রাযল পাকস্থলীতে অ্যাসিড গঠন কমিয়ে বুক জ্বলা কমাতে সাহায্য করে। অনেক সময় গ্যাসের জন্য অনেকটা হার্ট অ্যাটাকের মত বুকে ব্যাথা হয়, এজন্য ৩০ মিনিটের মধ্যে অবস্থার উন্নতি না হলে দ্রুত নিকটস্থ হাসপাতালের জরুরী বিভাগে যোগাযোগ করুন। (আরও জানতে দেখুন হৃদরোগের লক্ষণ এবং বুকে ব্যথা)
★★ অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড সাস্পেনশন (Aluminum hydroxide suspension)
বুক জ্বলা এবং গ্যাসের সমস্যা থেকে মুক্তির জন্য ২ চামচ করে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড সাস্পেনশন খেতে পারেন। সাস্পেনশন্টি ফ্রিজে রাখতে পারবেন এবং ঠাণ্ডা খেলেই বেশি আরাম পাবেন। এর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে কয়েকবার পাতলা পায়খানা হতে পারে, এতে চিন্তার কিছু নেই।
★★ ওরস্যালাইন(Oral Rehydration Saline)
ডায়রিয়ার সময় খুব সহজেই শরীর থেকে অনেক পানি বেরিয়ে যায়। প্রত্যেকবার পাতলা পায়খানা হওয়ার পর স্যালাইন খাওয়া উচিত। শরীরে পানিশূন্যতা হলে নানারকম জটিলতা দেখা দিতে পারে। অনতিবিলম্বে ডাক্তার দেখান যদি। আপনার ডায়রিয়ার সাথে জ্বরও হয়।২ দিনের বেশি সময় ডায়রিয়া থাকে মুখ শুকিয়ে গিয়ে পিপাসা লাগে খুব কম অথবা একেবারেই পেশাব না হলে প্রচণ্ড পেটে ব্যাথা হলে পায়খানার সাথে রক্ত গেলে আপনার উচ্চ রক্তচাপ (hypertension) থাকলে ওরস্যালাইন খাওয়ার আগে রক্তচাপ মেপে নেয়া ভাল।
★★ফেক্সোফেনাডিন/রুপাটিডিন (Fexofenadine/Rupatadine)
এই অ্যান্টিহিস্টামিনগুলো তুলনামুলকভাবে কম ঝুঁকিপূর্ণ। যাদের অ্যালারজিক রাইনিটিস (ধুলা, পরাগ, তেলাপোকা ইত্যাদির সংস্পর্শে আসলে হাঁচি হওয়া) আছে তারা রাতে একবার ফেক্সোফেনাডিন বা রুপাটিডিন নিলে হাঁচি ও নাক থেকে পানি পড়ার উপশম হবে।
★★ সিল্ভার সালফাডিয়াযিন (Silver sulfadiazine)
হালকা পুড়ে গেলে প্রথমে পোড়া জায়গাটি কলের পানির নিচে ধরুন। পানি শুকিয়ে গেলে যত্ন সহকারে পোড়া জায়গায় সিলভার সালফাডিয়াযিন অয়ন্টমেন্ট দিন। ফোসকা পড়লে সেটা উঠানোর চেষ্টা করবেন না। তবে বেশি পুড়ে গেলে অবশ্যই ডাক্তার এর সাথে যোগাযোগ করুন।
★★পভিডন-আয়োডিন মলম (Povidone-iodine ointment)
হালকা রক্তপাত সহ ছোটখাটো কাটা-ছেড়ার ক্ষেত্রে ক্ষতটি শুকনা পরিষ্কার কাপড় দিয়ে চেপে ধরে রাখুন। রক্ত পড়া বন্ধ হয়ে গেলে কাটা জায়গায় পভিডন-আয়োডিন অয়ন্টমেন্ট দিন। এসবক্ষেত্রে স্যাভলন দিয়ে পরিষ্কার না করাই ভাল। আপনি যদি কোন প্রকার ব্লাড থিনার (যেসব ওষুধের কারণে রক্ত জমাট বাধার প্রক্রিয়া বাধাগ্রস্থ হয়) নিয়ে থাকেন অথবা অনেক বেশি কেটে গেলে বা প্রচুর রক্তপাত হলে আপনার ডাক্তারের সাহায্য লাগতে পারে।
★★ অ্যাসপিরিন(Aspirin)
আকস্মিক বুকে ব্যথা এবং পরবর্তীতে বাম হাত, চোয়াল বা গলার বাম দিকে ব্যথা হওয়া হার্ট অ্যাটাকের লক্ষণ। হার্ট অ্যাটাকের যেকোন লক্ষণ দেখা দিলে সাথে সাথে ২/৩ টি বেবি অ্যাসপিরিন খেয়ে নিন এবং যত দ্রুত সম্ভব হাসপাতালে যাওয়ার চেষ্টা করুন।
উল্লিখিত কোন ওষুধে আপনার অ্যালারজি থাকলে সেটি খাওয়া থেকে বিরত থাকুন। বুকের দুধ খাওয়ানোর সময় এবং গর্ভাবস্থার সময় অনেক ওষুধই খাওয়া যায় না, এ বিষয়ে আপনার ডাক্তারের পরামর্শ নিন।
[ সংগৃহিত ]


Share:

Thursday, September 6, 2018

English to bangla

you are so qute  =  তুমি অনেক মিষ্টি
you don't think I impress to you = তুমি মনে করোনা তোমার মনে আমি ছাপ দিচ্ছি
you can cook it = তুমি রান্না করতে পার
I  want instant = আমি এখনই চাই
Do you like me =  আমাকে কি তোমার ভাল লাগে
Share:

Wednesday, September 5, 2018

কৃতহপ সৃচৃত



Share:

Tuesday, September 4, 2018

Honours Admission 2018-19 | National University

আবেদনে যে ভূলগুলা কোনভাবেই করা যাবেনা--

১। বিষয় চয়েজে ভূল করা যাবেনা।

২। মেইল/ফিমেইল অপশনে সঠিক এন্ট্রি দিতে হব।

৩। ১ টির বেশি কলেজে আবেদন করা যাবেনা।

৪। আবেদনে কোন প্রকার ভূল করলে ১ বার সংশোধন করার সুযোগ পাবে কলেজে ফরম জমা দেয়ার আগে।

৫। টেনিক্যাল বোর্ড হলে বিটিইবি সিলেক্ট করতে হবে।

৬। আবেদন প্রথম এবং শেষের দিকে না করা।

৭। বাউবির শিক্ষারর্থীদের রোল এবং রেজি. নং একই দিতে হবে হাইফেনসহ।

৮। প্রথম চয়েজ পেয়ে গেলে আর মাইগ্রেশন করার সুযোগ থাকবেনা।

৯। ছবি অবশ্যই মার্জিত হতে হবে।

১০। নূন্যতম ৩ পয়েন্ট থাকা লাগবে কাঙ্খিত বিষয়ে।আরও বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন।


Share:

Thursday, August 30, 2018

Telegram টেলিগ্রাম কি?


📌টেলিগ্রাম কি
টেলিগ্রাম হলো একটি মেসেজিং এপ।এর মাধ্যমে আপনি সহজেই অন্যের সাথে যোগাযোগ করতে পারবেন।
📌কিভাবে অ্যাকাউন্ট করব
অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে Telegram এপটি ইন্সটল করতে হবে।তারপর মোবাইল নম্বর ও নাম দিয়ে অ্যাকাউন্ট করুন।
📌শুনতেছি টেলিগ্রাম থেকে ইনকাম করা যায়। টেলিগ্রাম তো মেসেজিং এপ। তাহলে এটা কতটুকু সত্য
হ্যা আপনি ঠিকই শুনেছেন। তবে সরাসরি টেলিগ্রাম থেকে ইনকাম করতে পারবেন না। টেলিগ্রামে কিছু বোট আছে তার মাধ্যমে ইনকাম হবে।
📌এসব বোট কোথায় পাব
এই পোস্টে info লিখে কমেন্ট করলে আমি দিয়ে দিব।
📌পেমেন্ট কোথায় দেয়
এরা শুধুমাত্র বিটকয়েনের মাধ্যমে পেমেন্ট দেয়।পরবর্তীতে আপনি বিকাশ অথবা রকেটে নিতে পারবেন।
জেনে শুনে কাজ করুন।টেলিগ্রাম নিয়ে আরো প্রশ্ন থাকলে কমেন্ট অথবা ইনবক্সে জানান।
Share:

Wednesday, August 29, 2018

English Bangla Hindi

as think  =  হিসাবে মনে হয়
i not seen = আমি দেখিনি
controversy = বিতর্ক
become more = আরো হত্তয়া
excited more = আরো উত্তেজিত
Terms and condition = শর্তাবলীinstant =তাত্ক্ষণিক
Humble = নম্র
lascivious = লম্পট
All angles = সব দিক থেকে


English Bangla Hindi
Terms and condition
শর্তাবলী
नियम और शर्तें
instant
তাত্ক্ষণিক
Mexico
Ernst Handel Roland Mendel Austria
Island Trading Helen Bennett UK
Laughing Bacchus Winecellars Yoshi Tannamuri Canada
Magazzini Alimentari Riuniti Giovanni Rovelli Italy
Share:

Saturday, August 25, 2018

রক্তের গ্রুপ জেনে নিন




Share:

Social

test

bd-rms-it.com

Powered by Blogger.