Tuesday, September 4, 2018

Honours Admission 2018-19 | National University

আবেদনে যে ভূলগুলা কোনভাবেই করা যাবেনা--

১। বিষয় চয়েজে ভূল করা যাবেনা।

২। মেইল/ফিমেইল অপশনে সঠিক এন্ট্রি দিতে হব।

৩। ১ টির বেশি কলেজে আবেদন করা যাবেনা।

৪। আবেদনে কোন প্রকার ভূল করলে ১ বার সংশোধন করার সুযোগ পাবে কলেজে ফরম জমা দেয়ার আগে।

৫। টেনিক্যাল বোর্ড হলে বিটিইবি সিলেক্ট করতে হবে।

৬। আবেদন প্রথম এবং শেষের দিকে না করা।

৭। বাউবির শিক্ষারর্থীদের রোল এবং রেজি. নং একই দিতে হবে হাইফেনসহ।

৮। প্রথম চয়েজ পেয়ে গেলে আর মাইগ্রেশন করার সুযোগ থাকবেনা।

৯। ছবি অবশ্যই মার্জিত হতে হবে।

১০। নূন্যতম ৩ পয়েন্ট থাকা লাগবে কাঙ্খিত বিষয়ে।আরও বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন।


Share:

0 comments:

Post a Comment

Social

test

bd-rms-it.com

Powered by Blogger.